Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যে লিংকে ভুলেও ক্লিক করবেন না, ফোনের নিয়ন্ত্রণ যাবে অন্যের হাতে

অনলাইন ডেস্ক :

 

ভারতে হোয়াটস অ্যাপে ভুয়া লিংক ক্লিক করে মহাবিপদের মুখে পড়েছেন অনেকেই! দেখা যাচ্ছে, অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ যেমন অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স থেকে বিনামূল্যে ফ্রি-অ্যাকসেসের অফারের কোনও লিংক আসছে হোয়াটস অ্যাপে!

 

আর এই ধরণের ভুয়া লিংকে ক্লিক করলেই হোয়াটস অ্যাপ তো বটেই, গোটা ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে। হাতের মুঠোয় চলে আসবে আপনার গোপনীয় তথ্যও। ফাঁস হবে ব্যাংকের সব তথ্যও। টুইটারে এ নিয়ে নানান সচেতনমূলক পোস্ট করা হচ্ছে।

বিশেষ করে ভারতে এই ভুল ভাঙার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তারা বলছে, এমন ভুয়া লিংক এড়িয়ে চলতে। মাল্টিপল অ্যান্টিভাইরাস ইঞ্জিন এই লিংকের মাধ্যমে ফোনে প্রবেশ করে ব্লকড হয়ে যাচ্ছে। এইধরণের লিংক ফরওয়ার্ড ও ক্লিকও না করার কথা বলা হয়েছে।

সূত্র : টিভিনাইন।

Exit mobile version