অনলাইন ডেস্ক :
ভারতে করোনার (কোভিড-১৯) সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে। দেশটিতে আগামী মে মাসে দৈনিক ৫ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে মারা যেতে পারে। মার্কিন এক গবেষণা এমন দাবি করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন প্রায় ৫ হাজার ৬০০ জন মানুষ। মে থেকে আগস্ট মাস অর্থাৎ ৪ মাস সময়ের মধ্যে ভারতে তিন লাখ মানুষের মৃত্যু ঘটবে।’
ভারতের গবেষকেরাও এই প্রতিবেদনের সঙ্গে অনেকটাই একমত। দেশটির কানপুরের আইআইটির গবেষকদের মতে, মে মাসের মাঝামাঝি ভারতে ভাইরাসটির সংক্রমণ তুঙ্গে পৌঁছাবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে ঝপ করে নেমে যাবে সেই সংক্রমণের হার।