

অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে স্পেনের মায়োর্কা দ্বীপে ২২ জনকে করোনা সংক্রমিত করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার দেশটির পুলিশ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, করোনার উপসর্গ থাকার পর পিসিআর টেস্টও করান ওই ব্যক্তি। কিন্তু ফলাফল আসার আগেই কোন ধরণের কোয়ারেন্টাইন না মেনে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান তিনি।
কর্তৃপক্ষ আরো জানায়, তীব্র জ্বর ও কাশি নিয়ে ঠিকমতো মাস্ক না পড়েই তিনি নিজের কর্মক্ষেত্রেও যান। এসময় উপস্থিত সবার মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন তিনি। এর ফলে অফিস ও শরীরচর্চা কেন্দ্রে তার সংস্পর্শে আসা ২২ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছেন।