Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘ফেসবুকে ভাইরাল সেই পথশিশু মারুফ এখন সরকারি আশ্রয়কেন্দ্রে’

ঢাকা ডেস্ক :

 

ফেসবুকে ভাইরাল পথশিশু মারুফকে ঢাকার জজকোর্ট এলাকা থেকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ রবিবার বেলা সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে তাকে উদ্ধার করে। পরে মারুফের করোনা টেস্ট শেষে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

 

এর আগে, মারুফকে বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না বলে গণমাধ্যমে নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। পরে তার সন্ধান দেয় স্বেচ্ছাসেবী সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোক্তা পারভেজ হাসান।

উল্লেখ্য, রাজধানীর জর্জকোর্ট এলাকায় একটি অনলাইন নিউজপোর্টালের লাইভ চলাকালীন হঠাৎ ক্যামেরার ফ্রেমে ঢুকে লকডাউন নিয়ে প্রশ্ন তুলে রাতারাতি আলোচনায় আসে এই পথশিশু মারুফ। সে থাকতো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও জর্জকোর্ট এলাকায়।

Exit mobile version