Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় কে এইচ খান বিজয় নামে এক ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের কোড জাল করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি।

 

সোমবার দুপুরে শহরের মোল্লাতেঘরিয়া এলাকার একটি হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় কে এইচ খান বিজয়ের সার্টিফিকেট যাচাই-বাছাই করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোড জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে সহযোগিতা করার জন্য ওই হাসপাতালের মালিক সাইদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মাহাফুজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

Exit mobile version