কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ১৮ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫৯৩ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ২৭ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২২৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১২৩টি, মেহেরপুর জেলার ১৭টি, চুয়াডাঙ্গা জেলার ২১ টি, ঝিনাইদহ জেলার ৪২টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ২৩ টি) এবং স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ৩২ টি কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ১৮টি, চুয়াডাঙ্গা জেলায় ০১টি, ঝিনাইদহ জেলায় ০৮টি এবং মেহেরপুর জেলায় ০৩টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ১৮ জন ব্যক্তির মধ্যে ১১ জন সদর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০১ জন দৌলতপুর উপজেলার, ০১ জন খোকসা উপজেলার, ০২ জন মিরপুর উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১১জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) গোসালা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) বটতৈল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) মিলপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) উজানগ্রাম, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) তালবাড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) উদিবাড়ি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) সাদ্দামবাজার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) দুর্গাপুর, কুমারখালী পৌরসভা, কুষ্টিয়া।
২) UHC কুমারখালী, কুষ্টিয়া। (র্যাপিড এন্টিজেন টেষ্ট)
ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) পশ্চিমা, ভেড়ামারা, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) সাতপাকিয়া, গোপগ্রাম, খোকসা, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) গোবিন্দগুনিয়া, মিরপুর, কুষ্টিয়া।
২) UHC মিরপুর, কুষ্টিয়া। (র্যাপিড এন্টিজেন টেষ্ট)
দৌলতপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) UHC দৌলতপুর, কুষ্টিয়া। (র্যাপিড এন্টিজেন টেষ্ট)
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৫৯৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,২৭৩ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৬ জন।