Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

 

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক ৩ লাখের বেশি করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ভারতে ওষুধ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে সহায়তা সামগ্রীর তালিকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে করোনাভাইরাস মহামারীতে প্রাণক্ষয়ে গভীর শোক ও সমমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। প্রয়োজন হলে ভারতকে আরও সহায়তা পাঠাবে বাংলাদেশ।

 

ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের এই সঙ্কটময় মুহূর্তে তাদের পাশে থাকার এবং মানুষের জীবন বাঁচাতে সাধ্যমত সব ধরনের সহায়তা দিয়ে যাওয়ার কথা বলেছে ঢাকা।

Exit mobile version