অনলাইন ডেস্ক :
করোনাভাইরাস মহামারির কারণে সিঙ্গাপুরে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর ইয়াহু নিউজের।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসায় প্রবেশের অপেক্ষায় আছেন এবং এই চার দেশ ভ্রমণ করেছেন তারাও ২ মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।
এছাড়া সিঙ্গাপুর প্রবেশের ক্ষেত্রে যারা আগাম অনুমতি নিয়েছিল, তাদের জন্যেও এই নিয়ম প্রযোজ্য হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.