Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সারাবিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি

অনলাইন ডেস্ক :

 

 

 

 

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫২৪ জন এবং মারা গেছে ৩২ লাখ ১৬ হাজার ২২৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৯৫ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ১৬৫ জন।

 

 

 

 

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মৃত্যুর হার দুই শতাংশ। বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথম রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিন কোটি ৩১ লাখ ৮০ হাজার ৪৪১ জনের এবং মারা গেছে ৫ লাখ ৯১ হাজার ৬২ জন। যুক্তরাষ্ট্রের পরেই যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরষ্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি।

 

 

 

 

 

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭১৫ জন এবং মারা গেছে দুই লাখ ১৮ হাজার ৯৪৫ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Exit mobile version