Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চীনের ভিক্ষুকরা অ্যাপের মাধ্যমে অর্থ নিচ্ছেন !

অনলাইন ডেস্ক : চীনের ভিক্ষুকরা নগদ টাকায় ভিক্ষা নিচ্ছেন না। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারা অ্যাপের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করছেন তারা।

সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, চীনের প্রত্যেক ভিখারির গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ। সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছামতো অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন দাতারা। চীনা ভিক্ষুকরা ব্যবহার করছেন আলিবাবা সংস্থার তৈরি আলি পে অ্যাপটি। অনেকে আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেট। সবক্ষেত্রেই ব্যবহারের নিয়ম একই। কিউআর কোড স্ক্যান করে ই-ওয়ালেটে জমা করতে হবে নির্দিষ্ট অর্থ। 

Exit mobile version