
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের কেনাকাটা করার টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে শিলাইদহ ইউনিয়নের নাওথী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রী আব্দুল রশিদ বিশ্বাস মেয়ে মোছা: রত্না খাতুন (১২)। সে আতিয়ার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের ভাই সেলিম হোসেন জানান, তার বোন ঈদের কেনাকাটা করার জন্য বাবার কাছে ৫ হাজার টাকার বায়না ধরে। তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তার বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রত্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় টের পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে রত্নাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত জানায়।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ১২ বছরের একটি মেয়ে গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.