Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

( মো: রাসিদুল ইসলাম বিপ্লব ): আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম
—-পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত 
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের হলরুমে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সরকার হাফিজুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ। সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা। জেলায় কর্মরত প্রগতিশীল সকল গলমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথি পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, কুষ্টিয়াসহ সারাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম হচ্ছে উন্নয়নের প্রাণশক্তি। গানমুলক সাংবাদিকতা জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আবার প্রতিহিংসামূলক সংবাদ জাতির অপূরণীয় ক্ষতি সাধন করে। যে কারনে গণমাধ্যমকে জাতির দর্পণ আর সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম বলেন, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি একজন জনবান্ধব, মিডিয়বান্ধব, উন্নয়নবান্ধব সত্যিকারের জননেতা ও জাতীয় নেতা। তাঁর উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে গিয়ে দেখেছি অনেক পত্রিকা পজিটিভ নিউজ করেছে তাতে আমরা উৎসাহিত, অনুপ্রানিত হয়েছি। আবার যারা নেগেটিভ নিউজ করেছে তাদের সংবাদগুলো আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করেছে। আমি মনে করি উন্নয়নের ক্ষেত্রে উভয়েরই অবদান আছে।


বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান বলেন, আমি জেলা প্রশাসক স্যারের শুভ বার্তা বয়ে এনেছি যায়যায়দিন পত্রিকার জন্য। সেই সাথে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। কুষ্টিয়া সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদারের জন্মভূমি। যে কারনে এই জেলার সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশী।

Exit mobile version