আর্জেন্টাইন ‘আগুনে’ লড়াই ,যে মাঠে হবে

অনলাইন ডেস্ক: কোপা লিবার্তোদোরেস ফাইনালের ফিরতি লেগ মাঠে গড়ানোর আগেই বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালিয়েছিলেন রিভারপ্লেট–সমর্থকেরা। এতে পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচ। মোটামুটি সিদ্ধান্ত হয়েই ছিল, ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বাইরে। এখন জানা গেল, ম্যাচটা হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।আর্জেন্টিনার বিখ্যাত দুই ক্লাব বোকা জুনিয়র্স-রিভারপ্লেটের মধ্যকার ম্যাচ ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাকর দ্বৈরথগুলোর একটি। দুই দলের ম্যাচে মারামারি–হানাহানি নিত্যনৈমিত্তিক ঘটনা। দক্ষিণ আমেরিকার ‘চ্যাম্পিয়নস লিগ’–খ্যাত কোপা লিবার্তোদোরেসের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আর দাঙ্গা-হাঙ্গামা হবে না, তা কি হয়? বোকা জুনিয়র্সের মাঠে প্রথম লেগে ‘ঝামেলা’ এড়ানো গেলেও দ্বিতীয় ম্যাচে সম্ভব হলো না। বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের ওপর রিভারপ্লেটের সমর্থকদের হামলায় স্থগিত হয়ে যায় ম্যাচ। ঝামেলা এড়ানোর জন্য আগুনে ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত আড়াইটায়।
বোকার মাঠে প্রথম লেগটি ২-২ গোলে ড্র হয়েছিল। ফিরতি পর্বে রিভারপ্লেটের মাঠে বল গড়ানোর আগেই রক্তারক্তি কাণ্ড। স্টেডিয়ামে ঢোকার পথে বোকার টিম বাসে হামলা করেন রিভারপ্লেট–সমর্থকেরা। ইট, পাথর, বিয়ারের বোতলসহ হাতের কাছে যে যা পেয়েছেন, তা-ই ছুড়ে মেরেছেন বাসের দিকে। ভেঙে যায় গাড়ির কাচ। বোকার কোচকে লক্ষ্য করে ছুড়ে মারা হয় পাথর। তিনি অল্পের জন্য রক্ষা পেলেও বাঁচতে পারেননি অনেক খেলোয়াড়। বাসের গ্লাস ভেঙে অনেকের চোখে-মুখে ঢুকে যায় কাচ। হামলায় আহত হন বোকার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ, অধিনায়ক পাবলো পেরেজসহ অনেকে। রিভারপ্লেটের সমর্থকেরা এরপর মরিচের গুঁড়াও ছুড়ে মারেন খেলোয়াড়দের দিকে! খোদ বাসের চালক অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরে ক্লাব ম্যানেজার নিজে স্টিয়ারিং ধরে বাস নিয়ে ঢুকে পড়েন মাঠে।বছর তিনেক আগের সেই কোপা লিবার্তোদোরেসের ম্যাচে একইভাবে রিভারপ্লেট খেলোয়াড়দের ওপর হামলা চালিয়েছিলেন বোকা জুনিয়র্সের সমর্থকেরা, খেলোয়াড় যাতায়াতের টানেল ফুটো করে ‘পেপার স্প্রে’ মারা হয়েছিল তাঁদের লক্ষ্য করে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এবার এই হামলা। কিন্তু এই হামলার চড়া মাশুলই দিতে হচ্ছে সমর্থকদের। বিশেষত রিভার প্লেটের সমর্থকদের। বোকা জুনিয়র্সের খেলোয়াড়েরা তো তাও নিজেদের মাঠে সমর্থকদের সামনে একটা ম্যাচ খেলতে পেরেছেন। রিভারপ্লেটের খেলোয়াড়-সমর্থকেরা সে সুবিধাটাও পাবেন না। লাতিন আমেরিকান ফুটবল সংস্থা (কনমেবল) এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা লিবার্তোদোরেসের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।প্যারাগুয়ে, কাতার, মিয়ামি, আরব আমিরাতের মতো জায়গাতেও ম্যাচটা আয়োজন করার ব্যাপারে চিন্তা করেছিল কনমেবল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের মাঠকেই বেছে নিয়েছে তারা। এর ফলে বোকা ও রিভার দুই দলের সমর্থকদেরই একটা সুবিধা হয়েছে, রিয়ালের মাঠে দুই দলের সমর্থকেরাই চাইলে মাঠে বসে সরাসরি ম্যাচটা দেখতে পারবেন। সাধারণত, বোকা জুনিয়র্সের মাঠে খেলা হলে রিভারপ্লেটের সমর্থকেরা সেটি দেখতে যেতে পারেন না। রিভারপ্লেটের মাঠে খেলা হলে একই ‘নিষেধাজ্ঞা’ প্রযোজ্য হয় বোকা জুনিয়র্স–সমর্থকদের ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *