সাংবাদিকদের বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেই দেশের কল্যাণ হবে : মাহবুব উল আলম হানিফ

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।

 

 

 

 

 

মাহবুব উল আলম হানিফ বলেন, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এ ধরনের ঘটনা কাম্য নয়।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, সংবাদ মাধ্যম সমাজের দর্পণ হিসাবে বিবেচিত। সংবাদ মাধ্যমের মাধ্যমেই জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং দেশের অগ্রগতি সম্পর্কে জানতে পারে। পাশাপাশি সরকারও সংবাদ মাধ্যমের সাহায্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের খবরগুলো দ্রুত জানতে পারে। এতে প্রমাণ হয়, সরকার ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *