Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারত থেকে ফিরলেন ৬৫ জন, একজন করোনা পজিটিভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

বৈধ পথে ভারতে চিকিৎসার জন্য যাওয়া আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা মঙ্গলবার সারাদিনে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে দ্বিতীয় দিনে ৬৫ জন ফিরেছেন। এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন করোনা আইসোলেশনে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

 

 

 

 

দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল আলীম জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা করোনা নেগেটিভ রিপোর্ট ও দূতাবাসের এনওসি সনদসহ বৈধ কাগজপত্র জমা দিলেই শুধু তাদেরকে নেওয়া হচ্ছে। সোমবার প্রথমদিন সন্ধ্যায় মাত্র ১১ জন ফিরলেও মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে প্রবেশ করেছে নারী পুরুষ মিলে ৬৫ জন।

 

 

 

 

 

এর মধ্যে ৬৪ জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও বিবাড়িয়ার নাসিরনগর থানার বুকারনি গ্রামের ওয়াহেদ মিয়ার কন্যা সাবিনা খাতুন (৩৫) নমুনা পরীক্ষার করোনা রিপোর্ট আসে পজিটিভ। খবর পেয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেন ও সাবিনা খাতুনকে আইসোলেশনে পাঠানোর নির্দেশ দেন।

 

 

 

 

বাকি ৬৪ জনের মধ্যে চাঁদপুরের পাঁচজন, বগুড়ার তিনজন, নারায়ণগঞ্জের পাঁচজন, যশোরের চারজন, কুমিল্লার চারজন, কুষ্টিয়ার চারজন, কক্সবাজারের চারজন, মানিকগঞ্জের দুজন, নরসিংদীর তিনজন, টাঙ্গাইলের তিনজন, রংপুরের চারজন, রাজবাড়ির তিনজন , ঝিনাইদহের তিনজন, নওগাঁর তিনজন, মেহেরপুরের দুজন, চট্টগ্রামের তিনজন, জয়পুরহাটের তিনজন, নোয়াখালীল তিনজন, খুলনার তিনজন রয়েছে।

 

 

 

 

 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রায় সাড়ে তিন শ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আসতে পারবে। তাদের জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। চলতি মাসের ১২ মে তারিখ দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টসহ দেশের ৩ স্থলপথে বাংলাদেশিদের ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়।

Exit mobile version