চরমপন্থী আস্তানা থেকে মিসাইল উদ্ধার

অনলাইন ডেস্ক : ইতালিতে উগ্র-ডান চরমপন্থী গোষ্ঠীগুলোর আস্তানা থেকে একটি ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে দেশটির পুলিশ। দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট।

এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, এদের দুজনকে ফোরলি বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।গ্রেফতারকৃতরা হলেন- ইতালির সাবেক কাস্টমস কর্মকর্তা ও উগ্র ডানপন্থী ফরচা নুয়াভা পার্টির সক্রিয় কর্মী ফাবিও দেল বেরজিওলো (৫০), সুইজারল্যান্ডের নাগরিক আলেসান্দ্রো মন্তি (৪২) এবং আরেক ইতালীয় নাগরিক ফাবিও বেরনার্দি (৫১) ।

অভিযানে নব্য-নাৎসি প্রচারণা উপকরণও জব্দ করা হয়েছে। যে ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তা কাতারের সেনাবাহিনী ব্যবহার করে বলে ইতালীয় পুলিশ জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের তৈরি মাতরা সুপার ৫৩০এফ বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *