

অনলাইন ডেস্ক : ইতালিতে উগ্র-ডান চরমপন্থী গোষ্ঠীগুলোর আস্তানা থেকে একটি ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে দেশটির পুলিশ। দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট।
এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, এদের দুজনকে ফোরলি বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।গ্রেফতারকৃতরা হলেন- ইতালির সাবেক কাস্টমস কর্মকর্তা ও উগ্র ডানপন্থী ফরচা নুয়াভা পার্টির সক্রিয় কর্মী ফাবিও দেল বেরজিওলো (৫০), সুইজারল্যান্ডের নাগরিক আলেসান্দ্রো মন্তি (৪২) এবং আরেক ইতালীয় নাগরিক ফাবিও বেরনার্দি (৫১) ।
অভিযানে নব্য-নাৎসি প্রচারণা উপকরণও জব্দ করা হয়েছে। যে ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তা কাতারের সেনাবাহিনী ব্যবহার করে বলে ইতালীয় পুলিশ জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের তৈরি মাতরা সুপার ৫৩০এফ বলে ধারণা করা হচ্ছে।