Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আরও ৭ দিন ‘লকডাউন’ বাড়ানোর সুপারিশ

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

 

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশে লকডাউন/কঠোর বিধি-নিষেধ চলছে। কয়েক দফা এর মেয়াদ বাড়ানোর পরে আবারও আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

 

 

 

 

 

জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রবিবার) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

 

 

 

 

মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নতুন করে এই লকডাউন বাড়ানোর কোনো সুপারিশ করেনি। কমিটি এক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানানোর ওপর জোর দিয়েছে।

 

 

 

 

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষণা করে সরকার। প্রথমে ঢিলেঢালাভাবে চললেও পরে কঠোর বিধি-নিষেধ আরোপ করে দেশজুড়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়। পরে ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

 

Exit mobile version