Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতফেরত করোনাভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ১৭ বছর বয়সী এক কিশোর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাকিব হোসেন নামের ওই কিশোরের মৃত্যু হয়। সাকিব ক্যান্সারে আক্রান্ত এবং করেনা পজিটিভ ছিলো। সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিল।

 

 

 

 

 

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব গত ১১ মে যশোরের বেনাপোল সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে আসে।
সাকিবের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া তিনি ক্যান্সরেও আক্রান্ত ছিলো। ক্যান্সার চিকিৎসার জন্য সে ভারতে গিয়েছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় ওই কিশোর। সিভিল সার্জন বলেন, মারা যাওয়া ওই কিশোর ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

Exit mobile version