যশোর সীমান্তে ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক ১

যশোর প্রতিনিধি :

 

 

 

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম সাদিপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ (স্ক্রাচ কার্ড) আমিনুর নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

 

 

 

 

 

 

যশোরের ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে সাদিপুর সীমান্ত থেকে মাত্র দুইশ’ গজ অভ্যন্তরে সেতু এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় বিজিবি। এসময় সেতু এন্টারপ্রাইজের ভেতর থেকে খাকি টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটসহ একজনকে আটক করা হয়। পরে প্যাকেট খুলে ৪৩ হাজার ১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড পাওয়া যায়। উদ্ধার হওয়া কলিং কার্ডের সিজার মূল্য দেখানো হয়েছে তিন কোটি বিরাশি লাখ উনপঞ্চাশ হাজার ছয়শত টাকা। এসব কার্ড ভারতে পাচারের জন্য চেষ্টা করা হচ্ছিল।

 

 

 

 

আটক আমিনুর সাদিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে। কলিং পাচারের সাথে আমিনুরের আরও এক সহযোগি জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা ৪৯ বিজিবির অধিনায়ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *