বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে শরিফুল ইসলাম (৩৮) নামের ভুয়া এক গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেফতার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাহার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম নিজের নাম বাছেদ এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের কৃষক নুর ইসলাম চোরাই মালের ব্যবসার ভয়ভীতি দেখিয়ে গত ২৪ মে বিকেলে প্রথম দফায় ১৫ হাজার এবং দ্বিতীয় দফায় ৩ হাজার টাকা গ্রহণ করেন। এরপর আবারও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে প্রতারক শরিফুল। এ ঘটনায় নুর ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর শিবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁদ পেতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সিরাজুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শরিফুলের হেফাজত থেকে সিআইডির একটি এবং মানবাধিকার সংগঠনের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে।