করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউন মালয়েশিয়ায়

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ায়। আগামী ১ থেকে ১৪ জুন পর্যন্ত (১৪ দিনের পূর্ণাঙ্গ) দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।

 

 

 

 

 

শুক্রবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে লকডাউন চলাকালীন সময়ে প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে সমস্ত সেক্টরকে কাজ করার অনুমতি দেয়া হয়নি।

 

 

 

 

 

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২,৫৫২ জন। এছাড়াও একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *