ফাইজারের ১ লাখ ৬শ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

দেশে পৌঁছেছে ফাইজার বায়োএনটেকের করোনার টিকা। সোমবার রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাঠানো এই ১ লাখ ৬০২ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

 

 

 

 

 

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য দিয়ে বলেন, মহাখালীতে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর হিমাগারে এসব টিকা রাখা হবে।
কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এই এক লাখ ৬০২ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা থাকলেও পরে তা পরিবর্তন হয়। এমিরেটসের ফ্লাইটে টিকা নিয়ে আসা হয়।

 

 

 

 

 

ডা. শামসুল হক জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকা আসে।

 

 

 

 

উল্লেখ্য, দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *