Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেড়েছে করোনার সংক্রমণ, লকডাউন ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকায় আংশিক লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। লকডাউন এলাকা বাঁশ বেঁধে চলাচল সীমিত করা হয়েছে। একইসাথে এ উপজেলার দুটি গ্রামে শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। এতে বুধবার দুপুর পর্যন্ত অন্তত ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

 

 

 

 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল জানান, বুধবার সকাল থেকে উপজেলার হরিরামপুর ও শিবনগর গ্রামের সাধারণ মানুষের র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে অন্তত ৮৭ জনের পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

 

 

 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, সম্প্রতি দামুড়হুদা এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এজন্য কার্পাসডাঙ্গা এলাকার ঝুঁকিপূর্ণ ছয়টি স্পট লকডাউন করা হয়েছে।

Exit mobile version