Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যে সব জিনিসের দাম বাড়ছে

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

 

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে।

 

 

 

 

 

যে সব জিনিসের দাম বাড়ছে-বিড়ি-সিগারেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, বিমানের কাঁচ, মোবাইল ফোন, বাদাম, সাবান, আমদানিকৃত গাজর, কমলা, শিল্প লবণ, লঞ্চের এসি কেবিন ভাড়া, প্রসাধনী, স্যানিটারি টেবিলওয়্যার, কিচেন ওয়্যার, বিদেশি টাইলস।।

 

 

 

 

 

বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

 

 

 

 

 

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

Exit mobile version