
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কুমারখালী আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে বিআরডিবি হল রুমে স্থানীয় সাংসদ প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে রুই জাতীয় বড় মাছ চাষে সফল মৎস্যজীবি সোহেল রানা, মনোসেক্সে সাইফুজ্জামান সারফু ও রেনু পোনা উৎপাদনে সফল মৎস্যজীবি মুন্সী ইকবাল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর এ আলম এর সভাপতিত্বে পবিত্র কোরআন ও গীতাপাঠ দিয়ে শুরু আলোচনা অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রোকনুজ্জামান রোকন স্বাগত বক্তব্য দেন। শিলাইদহ ই্উপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আহমেদ খান তারেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ দেবাসিষ দাস, ওসি তদন্ত শুভ্র কুমার দাস প্রমুখ বিশেষ অতিথির দেন। প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ “ মাছ চাষে গরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য সফল করতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।