Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ বাড়লো

রাজশাহী প্রতিনিধি :

 

 

 

 

 

 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতিদিন রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার বিকাল ৪টার দিকে জেলা প্রশাসক আবদুল জলিল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এ বিধিনিষেধ অনির্দিকালের জন্য।

 

 

 

 

 

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ থাকবে। এই আদেশে রাজশাহীতে নতুন করে ছয়টি বিধিনিষেধের কথা বলা হয়েছে।

 

 

 

 

 

এতে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের জিনিস এর আওতা বহির্ভুত থাকবে।

 

 

 

 

 

এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ব্যতিত কোনক্রমেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। আমসহ অন্যান্য কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এ আদেশের বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে লকডাউন চলছে। তবে শর্তসাপেক্ষে মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক আছে। এরই মাঝে সীমান্তবর্তী জেলায় বেড়ে গেছে করোনার সংক্রমণ। এ কারণে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় আলাদা করে বিশেষ লকডাউন দেওয়া হয়েছে। রাজশাহীতেও এখন করোনার সংক্রমণ বেশি। রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভায় আলোচনা হয়। পরে বিকালে জেলা প্রশাসক রাজশাহীতে আরও কিছু বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

Exit mobile version