কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

 

 

 

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

 

সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

 

 

পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন।

 

 

 

 

 

ছয় দফা দাবি আদায়ে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *