Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে মোবাইল ব্যাংকিংয়ে রেকর্ড, এপ্রিলে লেনদেন হয়েছে ৬৩ হাজার ৪৭৮ কোটি টাকা

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

মহামারী করোনাভাইরাসের কারণে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। মোবাইলে আর্থিক সেবা ব্যবহার করে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে চলতি বছরের এপ্রিলে। এপ্রিলে জুড়ে মোট ৬৩ হাজার ৪৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২,১১৬ কোটি টাকা।

 

 

 

 

 

 

মোবাইল ব্যাংকিং নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে গেল বছরের জুলাই মাসে প্রায় ৬৩ হাজার কোটি টাকা লেনদেন হয়েছিল। ওই মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩২ কোটি টাকা।

 

 

 

 

 

 

কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত মার্চের তুলনায় এপ্রিলে মোট লেনদেন বেড়েছে ৬.৪ শতাংশ এবং দৈনিক লেনদেন বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে ৬ শতাংশ বেড়ে সক্রিয় গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩.৬৭ কোটি।

Exit mobile version