Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ, মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট

সাতক্ষীরা প্রতিনিধি :

 

 

 

 

 

 

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনায় করোনা ৪৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ থেকে নেমে ৫০ দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৫ জন।

 

 

 

 

 

 

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে মোট ২৩৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৯ জন।

 

 

 

 

 

এদিকে করোনার ঊর্ধমুখী গতি নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। কিন্তু হাট-বাজারে সাধারণ মানুষ কোনোভাবে স্বাস্থ্য-বিধি মানছে না।

Exit mobile version