ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করণে শুক্রবার দিনব্যাপি কুষ্টিয়া ভেড়ামারা বাজার, ধরমপুর বাজার ও সাতবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার এ অভিযান পরিচালনা করেন।তিনি বলেন, বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানায়, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ আইনে ৯টি মামলায় ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে অনেকেরই সতর্ক করা হয়।এছাড়াও হাত মাইকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করার জন্য অনুরোধ করেন।এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জানান।