কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙ্গন প্রবন এলাকাবাসী আতঙ্কিত

কুষ্টিয়া মিরপুর উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী তালবাড়িয়া ইউনিয়নের ৮টি গ্রামে নদী ভাঙ্গনের ঝুঁকিতে আতঙ্কিত এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে পানি উন্নয়ন বোর্ডও জরুরী ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। শনিবার বেলা ১১টায় সরেজমিনে এই ঝুঁকিপূর্ন এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসল আসলাম হোসেন বলছেন, পদ্মা-গড়াইয়ের বন্যা ও সমুহ সম্ভাব্য ভাঙ্গনসহ বিপর্যয় মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যে কোন মূল্যে সম্ভাব্য বিপর্যয় থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার প্রাথমিক প্রস্তুতিও রয়েছে। তবে আক্রান্ত ইউনিয়নের ৮টি গ্রাম রক্ষায় এখনও প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি অভিযোগ করে দ্রুত প্রতিরক্ষার দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। এসময় সেখানে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *