Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নাটোর ও সিংড়া পৌর এলাকায় আরও সাত দিন বাড়লো লকডাউন

নাটোর প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

নাটোরে সিংড়া ও নাটোর সদর পৌরসভা এলাকায় লকডাউন আরও সাত দিন বৃদ্ধি করেছে জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরও ৭ দিনের লকডাউন বৃদ্ধি করা হয়।

 

 

 

 

 

 

মঙ্গলবার বেলা এগারোটার দিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

 

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দুটি পৌর এলাকায় আগামী ২২ জুন সন্ধ্যে ছয়টা পর্যন্ত লকডাউন বৃদ্ধির সুপারিশ করা হয়।

 

 

 

 

 

 

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার প্রমুখ।

 

 

 

 

 

 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোর জেলায় ৪ জন মারা গেছেন এবং ১০১ জন এর নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ জন এবং মোট মারা গেছেন ৩৮ জন।

Exit mobile version