ইবি প্রতিনিধি :
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫৪জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা বৃত্তিতে ১৩ জন ও সাধারণ বৃত্তিতে ১৪১ জন মনোনীত হয়েছেন। ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষা ২০১৬ এর ভিত্তিতে এ বৃত্তি পাবেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে মনোনীতদের আগামী ২৩ জুনের মধ্যে নির্দিষ্ট গুগল ফর্মে আবেদন করতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট চার হাজার ২৫৭জন শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি পাবেন। এর মধ্যে মেধা বৃত্তিতে মোট ১৩২জন ও সাধারণ বৃত্তিতে চার হাজার ১২৫জন মনোনীত হয়েছেন।
একবছর মেয়াদী এ শিক্ষাবৃত্তিতে মেধায় মনোনীত শিক্ষার্থীরা এককালীন ১৮০০ টাকা ও মাসিক ১১২৫ টাকা করে পাবেন। সাধারণ বৃত্তিতে মনোনীতরা এককালীন ৯০০ টাকা ও মাসিক ৪৫০ টাকা করে পাবেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.