কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ জুন, ২০২১ খ্রি. তারিখে জুম অনলাইন প্ল্যাটফর্মে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম এঁর সভাপতিত্বে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে “জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা” অনুষ্ঠিত হয়৷

 

 

 

 

 

 

 

উক্ত সভায় জুম ক্লাউড মিটিংস অ্যাপে সংযুক্ত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয় ও পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ (পিপিপিএ), প্রধানমন্ত্রীর কার্যালয় এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব), জনাব সুলতানা আফরোজ মহোদয়। উক্ত সভায় সংযুক্ত থেকে মাননীয় সংসদ সদস্য এবং সচিব মহোদয় কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত সভায় জুম ক্লাউড মিটিংস অ্যাপে সংযুক্ত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মোঃ খাইরুল আলম, আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) জনাব মোছাঃ শারমিন আখতার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর.এম সেলিম শাহনেওয়াজ, ৪৭ বিজিবি এর লে. কর্ণেল জনাব ফরহাদ হারুন, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী রবিউল আলমসহ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *