কুষ্টিয়ার ভেড়ামারায় স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

 

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া,গোলাপনগর, ফারাকপুর, বাহাদুরপুর, নতুন হাট ও ভেড়ামারা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার । মাস্ক না পড়ায় অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১১ টি মামলায় ৪১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

 

 

 

 

 

উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান বলেন, নিজেকে রক্ষায় নিজের পরিবার কে রক্ষায় সকল কে মাস্ক পড়ার আহবান জানান।

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, জনস্বার্থে অভিযান চলমান থাকবে। করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পড়ার এবং সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানিয়েছেন। না মানলে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারএ অভিযানে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। করোনার প্রকোপ কমাতে প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ গ্রহনের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *