স্টাফ রিপোর্টার
মিত্র ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও বিনামূলে বই বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল হাউজিং এটেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিত্র ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুউন নেছা সবুজ, সমাজ মিত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান স্বপন সহ ছাত্র ছাত্রী অন্যান্য অতিথিবৃন্দ। প্র
ধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের আর্থসামজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা এসেছে। মানুষ এখন পূর্বের যে কোন সময়ের চেয়ে অপেক্ষকৃত ভালো আছে। মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুইশ ছাত্র ছাত্রী মাঝে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বই বিতরণ করা হয়।