
সজীব কুমার নন্দী : উনিশ শতকের কালজয়ী সাংবাদিক, লেখক, গীতিকার, বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক, বাউল সাধক, নারী জাগরণের অন্যতম পুরোধা, বিদ্যানুরাগী ও সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচান সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর আযয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূর এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের যুগ্ম সচিব মোঃ আবদুল মজিদ, মহিলা পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি মমতাজ বেগম। কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দে বিশেষ অতিথির বক্তব্য দেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। আলোচক হিসাবে বক্তব্য দেন সরকারি মুজিব নগর কলেজের অধ্যক্ষ স্বপন রায়, কুষ্টিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আনছার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর সহকারী পরিচালক ও প্রদর্শক প্রভাষক সৈয়দ এহসানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও নাট্যকার লিটস আব্বাস, অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কাঙ্গাল হরিনাথ মজুমদার রচিত গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।