তৃণমূণ পর্যায়ে সঠিক সেবা পৌছে দিতে কুষ্টিয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক ॥ “ তৃণমূণ পর্যায়ে সঠিক সেবা পৌছে দিতে” মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভাপ অনুীষ্ঠত হয়েছে। গতকাল সকালে চীপ জুডিসিয়াল ম্যাজিষ্্েরট আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্স সভায় জনগণের মাঝে সঠিক সেবা পৌছে দিতে সকল সরকারী কর্মকর্তাদেও অনুরোধ করা হয়।

সভায় শিশু আইন, মাদক, সমন জারী,গ্রফতারী ক্রোকি পরওয়ানা, পুলিশ কতৃক মামলার স্বাক্ষী, মেডিকেল সনদ, ময়নাদন্ত রিপোর্ট, মালখানার মালামাল, সঠিক সময় বিচারাধীন আসামীদেও আদালতে প্রেরণ, পুলিশের রিমান্ড, ৫৪ ধারা ও পারিবারিক মামলায় গ্রেফতারী পরোয়ানা তামিলসহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সকলের মিলে সঠিক আইনী পদক্ষেপ গ্রহণ করে সমাজ থেকে অপরাধ দমনে কার্যকারী ভুমিকা রাখার অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাব-১২ ও ৪৭ বর্ডারগার্ড এর প্রতিনিধি, পিবিআই, মাধকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দুদকের সহকারী পরিচালকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি, পিপি, এপিপি গণ, জেল সুপার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *