পদ্মা সেতুতে রেলওয়ে স্লাব বসানো সম্পন্ন

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

 

 

ধাপে ধাপে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। ইতোমধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর পিলারে ২টি রেলওয়ে স্লাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে আরেকটি মাইলফলক যুক্ত হয়েছে।

 

 

 

 

 

 

 

 

৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর নীচ তলায় ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে সব’কটি স্লাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে সময় লেগেছে ৩৬ মান ২৬ দিন। এখন পদ্মা সেতুর নীচ তলা দিয়ে পায়ে হেঁটে প্রমত্তা পদ্মার এপার থেকে ওপারে যাওয়ার সুযোগ তৈরি হলো। সেতুর উভয় প্রান্তে ভায়াডাক্টে রেল স্লিপার ও রেল লাইন বসানোর কাজ শুরু করা হয়েছে।

 

 

 

 

 

 

সোমবার সকালে এ সব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী।

 

 

 

 

 

 

 

পদ্মা সেতুতে ৪টি ধাপের মধ্যে ইতোমধ্যে ৩টি ধাপের কাজ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ১০, ১১ এবং ১২ নং স্প্যানে বাকী ২২৮টি রোডওয়ে স্লাব বসানোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অবশিষ্ট ২২৮টি রোডওয়ে স্লাব বসানোর কাজও শেষ করতে পারবে বলে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর ওপর তলায় এ মাসের শেষের দিকে রোডওয়ে স্লাবে পীচ ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

পদ্মা সেতুর উভয় প্রান্ত জাজিরা এবং মাওয়া দিয়ে ১২ হাজার ৩৯৩টি প্যারাপেট ওয়াল বা সাইড রেলিং বসানোর কাজ সমানতালে এগিয়ে চলেছে। এই কাজের সার্বিক অগ্রগতিও সন্তোষজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *