Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে বাড়িতে বাড়িতে পুলিশের নম্বর লাগানোর কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

 

রাজবাড়ীতে প্রতিটি বাড়িতে বাড়িতে পুলিশের নম্বর লাগানোর কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে পৌরসভা এলাকার সজ্জনকান্দা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

 

 

 

 

 

 

 

জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ৪৮টি বিটের প্রত্যেক বাড়িতে প্রতিটি বিট পুলিশ কর্মকর্তাদের নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ। প্রতিটি বাড়িতে স্টিকার লাগানোর জন্য এক লাখ স্টিকার প্রস্তুত করেছে জেলা পুলিশ। পুলিশের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

 

 

 

 

 

এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সদর ইউনিয়নের আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো দ্রুত সময়ে সমাধান করা সম্ভব। প্রতিটি বিটে পুলিশ অবস্থান করলে দ্রুত সময় যেকোনো প্রয়োজনে ইউনিয়নের মানুষ পুশিলকে ফোন করতে পারবে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে। এটি জেলা পুলিশের ভালো উদ্যোগ।

 

 

 

 

 

 

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের সেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম গ্রহণ করেন বর্তমান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। সেই কার্যক্রমকে গতিশীল করার জন্য আমাদের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা পুলিশ বাড়িতে বাড়িতে স্টিকার লাগানোর কার্যক্রম পরিচালিত করছে। কোনো বাড়িতে কিংবা এলাকায় কোন দুর্ঘটনা ঘটলে সাথে সাথে বিট কর্মকর্তাকে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবেন তিনি।

 

 

 

 

 

 

 

পুলিশের এই কার্যক্রম উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর উপ-পরিচালক মো. শরিফুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন, ডিআইও-১ মো.সাঈদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Exit mobile version