
আলোকৃত সীমান্তের অংশ হিসেবে ভেটেনারি ডাক্তার কর্তৃক কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাগপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় পূর্বে মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিল এমন সীমান্ত এলাকার জনগনকে ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের হল রুমে গরু মোটাতাজাকরন বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে।
অদ্য ১৩.০০ ঘটিকায় বর্ণিত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি। এ সময় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার, ভূমি, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলেখ্য যে, উক্ত প্রশিক্ষণ আগামী ২৫ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ৪৬ জন সীমান্তবর্তী এলাকার লোক প্রশিক্ষণ নিচ্ছে।