সিরাজগঞ্জে মন্দিরের ৭ প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ শহরের একটি কালিমন্দিরে ৭টি প্রতিমার মাথা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে পৌর শহরের চর-রায়পুর হালদারপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার ভোর ৩টায় পৌর শহরের চর-রায়পুর হালদার পাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে একটি প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে ও বাকি ৬টি প্রতিমার ঘাড় ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ, ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত সময়ে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

 

 

 

 

 

 

মন্দিরের সাধারণ সম্পাদক রঘুনাথ চন্দ্র হালদার বলেন, সোমবার ভোরে গৌরাঙ্গকুমার মন্দিরের প্রবেশ করলে ভেতর প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে একটি প্রতিমার মাথা বিচ্ছিন্ন করেছে এবং বাকি ৬টি প্রতিমার ঘার ভেঙে রেখেছে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

 

 

 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *