নাটোর প্রতিনিধি :
নাটোরের দুটি পৌরসভায় টানা ১৪ দিন লকডাউনের পর মঙ্গলবার রাত ১০টায় জেলার সকল পৌরসভা এলাকায় নতুন করে সাতদিনের জন্য লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক শামীম আহমেদ তার প্রথম কর্মদিবসেই এই লকডাউনের ঘোষণা দিলেন।
বুধবার (২৩ জুন) সকাল ছয়টা থেকে শুরু এই লকডাউনে কঠোর ভাবে সকল বিধিবিধান মানা হবে বলেও তিনি জানান। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাহিরে না আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জরুরি কারণে বাহিরে আসলেও অবশ্যই মাস্ক পড়ে বের হতে হবে। নতুন করে সাতদিনের জন্য লকডাউনের ঘোষণা দেয়া
পৌরসভাগুলো হলো নাটোর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, বনপাড়া, গোপালপুর, বাগাতিপাড়া ও নলডাঙ্গা।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। বিধি নিষেধ আগের মতোই আছে। তবে নতুন করে নাটোরের আরও ৮টি পৌর এলাকার আওতায় আসলো। তিনি সবাইকে এই বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.