খুলনায় লকডাউন চলাকালে ২য় দিনে ১০৭ জনের জেল-জরিমানা

খুলনা প্রতিনিধি :

 

 

 

 

 

 

খুলনায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় ২২ জুন থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। লকডাউনের দ্বিতীয় দিনে বুধবার খুলনার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত করে।

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মহানগর ও উপজেলায় মোট ৯৪ মামলায় ৯৪ জনকে ১ লাখ ২১ হাজার ২৫০ টাকা জরিমানা ও ১৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্যকরণের দায়ে মোট ১০৭ জনকে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়।

 

 

 

 

 

সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।

 

 

 

 

 

এর আগে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে ১১১ জনকে জেল জরিমানা দেওয়া হয়। এর মধ্যে ৭৯ মামলায় ৮২ জনকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৮ জনকে এক ও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *