
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে চলমান বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনের পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯টি মামলায় ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, করোনা মহামারি সময়ে চলমান বিধিনিষেধ অমান্য করায় জীবননগর পৌর এলাকা এবং হাসাদহ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় জীবননগর বাজারের ব্যবসায়ী তোতা মিয়াকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন জানান, করোনা মোকাবিলায় চলমান লকডাউনে সকলকে বিধিনিষেধ পালন করতে হবে। অন্যথায়, অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকতে হবে।