কঠোর লকডাউনে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পুকুরে ঝাঁপ দিল ৮ যুবক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে রক্ষা পেল আট যুবক। এ সময় দোকানে আড্ডা দেওয়া কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতে করা হয় জরিমানা।

 

 

 

 

 

 

 

শুক্রবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ এই আদালত পরিচালনা করেন।

 

 

 

 

 

 

দামুড়হুদা উপজেলায় চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। লকডাউনে প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হতে নিয়মিত তদারকি করছে প্রশাসন। লকডাউন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

আজ দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েকজন যুবক সরকারি নির্দেশনা না মেনে একটি বন্ধ দোকানে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ম্যাজিস্ট্রেটের গাড়ি আসতে দেখে আট যুবক পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ওই স্থানে থাকা কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা না মানায় জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *