কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন ভুয়া ডাক্তার গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

 

 

 

 

কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬ জুন ২০২১ ইং তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় ”কুষ্টিয়া জেলার সদর থানাধীন কাটাইখানা মোড়স্থ ধৃত আসামী মোঃ কামাল হোসেন (৪৪) এর মডার্ণ ডেন্টাল কেয়ার চেম্বার ১ এর ভিতর”। একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

 

 

 

 

 

উক্ত অভিযানে ভূয়া প্রেসক্রিপশন-১০০ পাতা সহ ০১ জন আসামী মোঃ কামাল হোসেন (৪৪), পিতা-মৃত রহিম বক্স, সাং- ১ম বিবি লেন আড়–য়া পাড়া, থানা- সদর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে বিডিএমসিতে নিবন্ধন না করে নিজের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক হিসেবে রোগীকে চিকিৎসা প্রদান করে যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২(২)/২৮(১) ধারার অপরাধ করেছে।

 

 

 

 

 

 

কুষ্টিয়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *