চুয়াডাঙ্গায় ১৫ কেজি রূপাসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গার দর্শনা থানার হরিবুদপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪ কেজি ৮৫০ গ্রাম চান্দি রূপা ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।  শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

 

 

 

 

 

 

জব্দকৃত মালামালের মূল্য ২০ লাখ ৪১২ হাজার ৫৬৮ টাকা। আটককৃত পাচারকারীরা হলেন একই থানার নাস্তিপুর গ্রামের নওশদ আলীর ছেলে জিসান আলী ওরফে হৃদয় (২০) এবং জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১)।

 

 

 

 

 

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, শনিবার বেলা ১১টার দিকে গোপনসূত্রে খবর আসে সীমান্তবর্তী হরিবুদপুর গ্রাম দিয়ে রূপা পাচার হচ্ছে। এ কবর পেয়ে বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে চ্যালেঞ্জ করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৮৫০ গ্রাম চান্দি রূপা উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

বিজিবি পরিচালক আরও জানান, আটককৃতদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নায়েক জুলহাস উদ্দিন বাদী হয়ে একই থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *