আসছে বহুল প্রতীক্ষিত আইফোন-১৩

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শেষে কয়েকটি নতুন আপডেটসহ বাজারে আসছে আইফোন ১৩। এছাড়াও আগামী বছরের শুরুতে আন্ডার ডিসপ্লে টাচ আইডি এবং তুলনামূলক কম দামে ফাইভজি আইফোন ১৪ আনতে পারে অ্যাপল।

 

 

 

 

 

 

২০২২ সালে অ্যাপল দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে। দুটি ক্যাটাগরির প্রাথমিক মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ম্যাক্স ক্যাটাগরির ফোনগুলোতে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। অ্যাপল তাদের ম্যাক্স সিরিজের কোনো একটি আইফোনের দাম কমিয়ে ৯০০ ডলারের মধ্যে নিয়ে আসতে পারে। আর হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অ্যাপলের মার্কেট শেয়ারও বাড়বে।

 

 

 

 

 

জানা গেছে, আইফোন ১৩ প্রোতে অ্যাপল স্টোরেজ করবে ১ টেরাবাইটের। থাকছে আপডেট ভার্সনের ক্যামেরা ও ব্যাটারি। আইফোন এসইতে বর্তমান মডেলের সব ফিচারই যুক্ত করা হবে। অতিরিক্ত হিসেবে এ ফোনে ফাইভজি প্রযুক্তি এবং উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে। আইফোন এসই ফাইভজি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভজি প্রযুক্তি সংবলিত স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *