চট্টগ্রাম প্রতিনিধি :
ছিনতাই করা স্বর্ণ কিনে গ্রেফতার হয়েছেন দুই ব্যবসায়ী। তারা হলেন- পূজন ভাদুরী এবং লিটন ধর। গতকাল শনিবার রাতে নগরীর চৌমুহনী এবং মৌলভীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গ্রেফতারকৃত দুই ব্যবসায়ী ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে স্বর্ণ কিনতো। গত ২৩ জুন গ্রেফতার হওয়া ছিনতাইকারী আকাশ জিজ্ঞাসাবাদে এ দুই ব্যবসায়ীর বিষয়ে তথ্য দেন।
পরে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।